বৈ-সা-বি উপলক্ষে মানিকছড়িতে গরীব-অসহায়দের মাঝে ইউপিডিএফ’র খাদ্য সহায়তা

0

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। পাহাড়িদের জাতীয় ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু…) উপলক্ষে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) খাগড়াছড়ির মানিকছড়িতে গরীব, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।

আজ শুক্রবার (৮ এপ্রিল ২০২২) সকালে ইউপিডিএফ’র মানিকছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে উপজেলার তবলা পাড়া, রিম্রা পাড়া ও হাপছড়ি পাড়া-এই তিন স্থানে প্রায় ৫০০ পরিবারের মাঝে বৈ-সা-বি’র শুভেচ্ছা স্বরূপ চাল, ডাল, তেল বিতরণ করা হয়।

তবলা পাড়ায় খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিডিএফ’র মানিকছড়ি উপজেলা ইউনিটের সমন্বয়ক ক্যহ্লাচিং মারমা, রিম্রা পাড়ায় উপস্থিত ছিলেন ইউপিডিএফ সংগঠক বরুণ চাকমা ও হাফছড়ি পাড়ায় উপস্থিত ছিলেন অংচিং মারমা।

এসময় পাটির নেতা-কর্মীসহ পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

ইউপিডিএফ’র মানিকছড়ি উপজেলা ইউনিটের সংগঠক ক্যহ্লাচিং মারমা বলেন, আমাদের পার্টি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে। এই পার্টি জগেণেরই পার্টি। জনগণই এই পার্টির মূল অংশীদার। তাই পার্টি ও জনগণের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে হবে। জনগণ ও পার্টির মধ্যে ঐক্য বজায় থাকলে কোন অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না।

তিনি আসন্ন বৈ-সা-বি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এলাকার জনসাধারণের পক্ষে মংমং মারমা বলেন, পাটি ও জনগণ একে অপরের সহযোগিতার মাধ্যমে আন্দোলন এগিয়ে নেওয়া সম্ভব। পার্টি যেমন জনগণের পাশে থেকে নানা সহযোগিতা প্রদান করছে, একইভাবে জনগণকেও পার্টিকে নানাভাবে সহায়তা দিতে হবে। তিনি পার্টিকে সাধ্যমত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More