বৈশ্বিক ইন্টারনেট সেবায় বিপর্যয়

0
ছবি সৌজন্যে: বাংলা ট্রিবিউন

তথ্য প্রযুক্তি ডেস্ক, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং চ্যাটজিপিটিসহ একাধিক অতিগুরুত্বপূর্ণ ওয়েবসাইট মঙ্গলবার (১৮ নভেম্বর) সাময়িকভাবে অচল হয়ে পড়ে। ক্লাউডফ্লেয়ারে কারিগরি ত্রুটির কারণে আন্তর্জাতিক সময় সকাল সাড়ে এগারোটায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটা) এ সমস্যা শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

ক্লাউডফ্লেয়ার এক বিবৃতিতে জানায়, তাদের একটি সেবায় “অস্বাভাবিক মাত্রার ট্র্যাফিক” শনাক্ত করা হয়, যা নেটওয়ার্কে প্রবাহিত ডাটায় ত্রুটি সৃষ্টি করেছে। অস্বাভাবিক ট্র্যাফিক বৃদ্ধির কারণ এখনও পরিষ্কার নয় এবং তারা সমস্যার সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

কতগুলো ওয়েবসাইট ও কী পরিসরে এই বিভ্রাটের শিকার হয়েছে — তা এখনও স্পষ্ট নয়।

অনেক ব্যবহারকারী এক্সের হোমপেজে অভ্যন্তরীণ সার্ভার–সংক্রান্ত ত্রুটির বার্তা দেখেছেন, যা ক্লাউডফ্লেয়ারের ত্রুটি থেকে উদ্ভূত। চ্যাটজিপিটিতেও অনেকে এ ধরনের একটি বার্তা পেয়েছেন।

এর আগে ক্লাউডফ্লেয়ার জানায়, সমস্যাটি একাধিক গ্রাহককে প্রভাবিত করতে পারে। পরবর্তী আপডেটে তারা জানায়, বেশ কিছু সেবা ধীরে ধীরে সচল হচ্ছে, তবে অনেক গ্রাহক স্বাভাবিকের তুলনায় বেশি ত্রুটির হার দেখতে পারেন।

বিশ্বব্যাপী ইন্টারনেট নিরাপত্তা ও ট্র্যাফিক যাচাই–সেবায় ক্লাউডফ্লেয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। তাদের দাবি, বিশ্বের প্রায় ২০ শতাংশ ওয়েবসাইট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সেবা ব্যবহার করে।

এদিকে, ব্যবহারকারীদের চাপ বেড়ে যাওয়ায় ডাউনডিটেক্টর নিজেও কিছু সময় ত্রুটির বার্তা প্রদর্শন করে। ক্লাউডফ্লেয়ারের সমস্যার আগেই গত মাসে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বিভ্রাটে এক হাজারের বেশি সাইট অচল হয়ে পড়েছিল। এরপর মাইক্রোসফটের আযুরেতেও একই ধরনের জটিলতা দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা আধুনিক ইন্টারনেট–ব্যবস্থার নাজুকতা তুলে ধরে এবং সীমিত সংখ্যক অবকাঠামোগত সরবরাহকারীর ওপর নির্ভরশীলতার ঝুঁকি প্রকাশ করে।

সূত্র: বাংলা ট্রিবিউন



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More