ব্রেকিং নিউজ: ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়ি ঘেরাও করেছে সেনাবাহিনী
খাগড়াছড়ি: আজ ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার বিকাল ৩টার দিকে একদল সেনা সদস্য গিয়ে আবারো ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়ি ঘেরাও করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, প্রথমে ১ গাড়ি সেনা সদস্য গিয়ে প্রদীপন খীসার বাড়িটি ঘেরাও করে। পরে আরো ২/৩ গাড়ি সেনা সদস্য সেখানে যায়। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে সেনারা বর্তমানে সেখানে অবস্থান করে তাঁর বাড়ির আশে-পাশে মাটি খুঁড়ছে। ধারণা করা হচ্ছে তারা যে কোন একটা নাটক সাজানোর চেষ্টা চালাচ্ছে। এলাকার লোকজন সেখানে যেতে পারছে না…..
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।