ভাষা শহীদদের স্মরণে ঢাকায় পিসিপির শ্রদ্ধাঞ্জলি

ঢাকা প্রতিনিধি।। আজ ২১ ফেব্রুয়ারি ২০২২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটি।
‘শপথ বাক্য’ পাঠের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে উগ্র জাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠা চলবে না, ছাত্র সমাজ রুঁখে দাঁড়াও’ এই স্লোগানে এবং ‘কেবল ৫টি ভাষায় নয়, সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকারসহ পিসিপি’র শিক্ষাসংক্রান্ত ৫ দফা বাস্তবায়ন কর’ এই দাবিতে আজ সকালে পিসিপির সভাপতি সুনয়ন চাকমা ও দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমার নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে ঢাকা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রনেল চাকমাসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনয়ন চাকমা বলেন, পিসিপিসহ ৬টি ছাত্র সংগঠন ২০০০ সালে প্রাথমিক লেভেল পর্যন্ত স্ব স্ব মাতৃভাষায় শিক্ষালাভের জন্য আন্দোলন শুরু করি। পরবর্তীতে বিভিন্ন কারণে আমাদের আর একসাথে আন্দোলন করা সম্ভব না হলেও পিসিপি শুরু থেকে সকল জাতিসত্তার জন্য ‘শিক্ষা সংক্রান্ত ৫দফা দাবি’ বাস্তবায়নে আন্দোলন চালিয়ে আসছে। পিসিপির দাবির মুখে ২০১৭ সালে সরকার ৫টি ভাষায় প্রাক্ প্রাথমিক পর্যন্ত শিক্ষা চালু করলেও কোন ভাষা রক্ষার্থে তা পর্যাপ্ত নয়। কারণ, শুধুমাত্র শিক্ষা সামগ্রী বিতরণে একটি জাতির ভাষা রক্ষা হয় না। প্রয়োজন স্ব স্ব ভাষায় পারদর্শী দক্ষ শিক্ষক, যথাযথ ব্যবস্থাপনা।

তিনি দেশের অন্যান্য জাতিসত্তার ভাষাকে ব্যাঙ্গাত্বক, বিদ্রুপ, অপমান ও হেয় প্রতিপন্ন না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং বিলুপ্ত প্রায় ভাষাগুলো এবং যেগুলো বিলুপ্তির পথে সেগুলো দ্রুত সংরক্ষণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এ সময় সুনয়ন চাকমা পিসিপির শিক্ষা সংক্রান্ত ন্যায্য ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সদিচ্ছা কামনা করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন