মহালছড়িতে এক ব্যক্তিকে আটক ও দুই ব্যক্তির বাড়িতে তল্লাশির অভিযোগ

মহালছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির মহালছড়ির উপজেলার ৯নং ওয়ার্ডের দুরছড়ি গ্রাম থেকে এক ব্যক্তিকে আটক ও কেঙেলছড়ি গ্রামে দুই ব্যক্তির বাড়িতে তল্লাশির অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (৯ আগস্ট ২০২১) ভোররাতে পৃথকভাবে এ দুটি ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম বিরাজ মুনি চাকমা (৪০), পিতা- মৃত হরিশ্চন্দ্র চাকমা, গ্রাম- দুরছড়ি।
আর কেঙেলছড়ি গ্রামে যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- রিটন চাকমা(২২), পিতা- বকুল বিকাশ চাকমা ও কিরন চাকমা(৪৪), পিতা-মৃত তেজেন্দ্র লাল চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাত আনুমানিক সাড়ে ৩টার সময় মুখোশ বাহিনীর দুর্বৃত্তদের সাথে নিয়ে মহালছড়ি জোনের একদল সেনা সদস্য দুরছড়ি গ্রামে গিয়ে বিরাজ মুনি চাকমার বাড়ি ঘেরাও করে। এ সময় সেনা সদস্যরা তাকে ঘুম থেকে তুলে বেদম মারধর করে এবং পরে আটক করে নিয়ে যায়।
অপরদিকে, একই সময়ে অপর একটি সেনা দল উপজেলার কেঙেলছড়ি গ্রামে ঘর-বাড় তল্লাশি চালিয়ে গ্রামবাসীদের হয়রানি করে। এতে গ্রামের বাসিন্দা রিটন চাকমা ও কিরন চাকমা লাল চাকমার বাড়ি তল্লাশিসহ হয়রানি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।