মহালছড়িতে মুখোশ কর্তৃক অপহৃত ব্যক্তির মুক্তি মিলল ১ লক্ষ ১৫ হাজার টাকায়!

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়ি বাজার এলাকা থেকে গত ৩০ জানুয়ারি ২০২৫ সেনা মদদপুষ্ট নব্যমুখোশ’র সদস্য শনে ত্রিপুরার নেতৃত্বে অপহৃত হন ১নং খাগড়াছড়ি ইউনিয়নের ৩নং প্রকল্প গ্রামের বাসিন্দা জনম মোহন ত্রিপুরা (৪০)।
অপহরণের ৩৬ ঘন্টা পর আজ শনিবার (১ ফেব্রুারি ২০২৫) বিকাল ৪টার সময় ১ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা এলাকা থেকে মুখোশরা তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
জানা গেছে, অপহরণের পর মুখোশ সন্ত্রাসীরা তাকে তাদের মূল আস্তানা খাগড়াছড়ি সদরের তেঁতুলতলায় নিয়ে যায়। এরপর তার মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৮০ হাজার টাকা। পরে পরিবারের লোকজন তাদের হাতে ৭৫ হাজার টাকা তুলে দেয়। অন্যদিকে সন্ত্রাসীরা জনম মোহন ত্রিপুরার কাছে থাকা ৫০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকাও হাতিয়ে নেয়। এতে সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। এই টাকা নেয়ার পর আজ বিকাল ৪টার সময় পরিবারের লোকজন ও স্থানীয় মুরুব্বীদের মাধ্যমে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।
তবে তার কাছে থাকা মোটর সাইকেলটি ফেরত না দিয়ে মুখোশরা তাদের হেফাজতে রেখে দিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জনম মোহন ত্রিপুরা বিজিতলা বাজার থেকে মোটর সাইকেলে করে মাইসছড়ি বাজারে যাচ্ছিলেন। এ সময় তার পিছু নেয় মুখোশ সদস্য শনে ত্রিপুরাসহ তার সহযোগীরা। মাইসছড়ি বাজারের পাশ থেকেই তারা জনম মোহন ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।