জাতীয় মুক্তি কাউন্সিলের আলোচনা সভায় বক্তারা

মাইকেল চাকমাসহ গুম হওয়া ব্যক্তিদের সুস্থ দেহে ফিরিয়ে দিতে হবে

0

ঢাকা ।। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গুমের ৩ বছর উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাইকেল চাকমাসহ গুম হওয়া ব্যক্তিদের সুস্থ দেহে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।

আজ ৯ এপ্রিল ২০২২, শনিবার সকাল সাড়ে ১০টায় মাইকেল চাকমাসহ গুম হওয়া ব্যক্তিদের সুস্থ দেহে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবিতে “রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতন, বিচার বহির্ভুত হত্যা, গুম এবং গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের প্রশ্ন” শীর্ষক উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম। এতে আরো বক্তব্য রাখেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলান, গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক সমন্বয়ক আফরোজা ইসলাম, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বাঙলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ রায় ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহবত শোভন।

সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম মাইকেল চাকমাসহ গুম হওয়া ব্যক্তিদের সুস্থ দেহে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, গুম মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের একদিন বিচারের সম্মুখীন করা হবে। সেদিন বেশী দিন দূরে নয়।

জাফর হোসেন বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর সেসময়ের সরকারের পেটোয়া রক্ষীবাহিনী বিরোধী ৩০ হাজার বামপন্থী কর্মীকে হত্যা-গুম করে।

নাসিরুদ্দিন এলান বলেন, জঙ্গি সন্দেহে বাংলাদেশে বহু মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে যাদের আর খোঁজ পাওয়া যায়নি। এরা অনেকেই মসজিদের ইমাম, মাদ্রাসা ছাত্র তাই এর প্রচার নেই।

আফরোজা ইসলাম বলেন, যারা গুম হয়েছেন তারা মূলত বিরোধী দলের সদস্য, জনপ্রিয় ও সংগঠক। গুম ,বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন বন্ধে সকল গণতান্ত্রিক সংগঠনকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

কাজী ইকবাল বলেন গুম বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে বহুবছর প্রতিবাদ জানিয়ে আসছি,আর কতো? যেদেশে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টের নির্দেশনা মানে না সেদেশের কি হবে?

সুনয়ন চাকমা বলেন মাইকেল চাকমার সন্ধানে আমরা থানায় গিয়েছি, হাইকোর্ট এ হ্যাবিয়াস কার্পাস করেছি। হাইকোর্ট সরকারকে মাইকেল চাকমার সন্ধান ৪ সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশনা দিয়েছিল। আজ পর্যন্ত মাইকেল চাকমার সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মাইকেল চাকমার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তবে তাকে বিচারের সম্মুখীন করা হোক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি হাসান ফকরী, বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান,সংস্কৃতি পত্রিকার মুঈনুদ্দীন আহমেদ, হিল উইমেন ফেডারেশন সভাপতি নিরুপা চাকমা, কবি রঘু অভিজিৎ রায়, কবি সিদ্দিক বকর, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন ও শামসুল আলম, প্রকাশক আফজালুল বাসার, লেখক অনুবাদ ওমর তারেক চৌধুরী, শফী রহমান,মুক্তির মঞ্চের হেমন্ত দাস,গুম হওয়া পরিবারের সদস্য মিলু আক্তার( স্বামী :কাউছার হোসেন),ঝুমুর (ভাই মাহবুবুর রহমান বাপ্পি), বেবী আক্তার (স্বামী :তরিকুল ইসলাম তারা) ও এক্টিভিস্ট মার্জিয়া প্রভা প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More