মাটিরাঙ্গায় ইউপিডিএফ সংগঠক লালন চাকমাকে গ্রেফতার, থানায় হস্তান্তর

মাটিরাঙ্গা প্রতিনিধি ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকা থেকে ইউপিডিএফ’র রামগড় ইউনিটের সংগঠক লালন চাকমাকে (৪৪) গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (৬ আগস্ট ২০২১) সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার সময় লালন চাকমা সাপমারা এলাকা থেকে শ্যামল ত্রিপুরার ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে যাচ্ছিলেন। তিনি সাপমারা দোকানের সামনে পৌঁছলে মুখোশ সন্ত্রাসীদের সাথে নিয়ে গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) লোকজন তাদের মোটর সাইকেলটি আটকায় এবং তাকে সহ মোটর সাইকেল চালককে আটক করে মাটিরাঙ্গা সেনাজোনে নিয়ে যায়। গোয়েন্দাদের সাথে থাকা মুখোশ সন্ত্রাসীদের মধ্যে এলিন ও লবঙ্গ নামে দু’জনের নাম জানা গেছে।
দিনভর মাটিরাঙ্গা জোনে আটক রেখে জিজ্ঞাসাবাদ, নির্যাতন ও নানা হয়রানির পর রাত ১১টার দিকে মুখোশদের সরবরাহকৃত একটি পিস্তল গুজে দিয়ে লালন চাকমাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আর মোটর সাইকেল চালক শ্যামল ত্রিপুরাকে জোন থেকে ছেড়ে দিলেও পরে তাকে মুখোশরা নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।