মাটিরাঙ্গায় গুইমারার তিন শহীদের সম্মানে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন।
তিন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”-এর ঘোষিত কর্মসূচির সমর্থনে আজ ৪ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন।

যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে সেগুলো হলো- বামাগোমতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কাচকাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বরাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহন্ত কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাদা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাকুম তৈইছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেষ মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া তাইন্দং ইউনিয়নের সুখী রঞ্জন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোড়াবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ, এক মিনিট নীরবতা পালন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
