মাটিরাঙ্গায় ফসল নষ্ট করে ও পাহাড় কেটে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মাটিরাঙ্গা প্রতিনিধি।। খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মাটিরাঙ্গায উপজেলায় ফসল নষ্ট করে ও পাহাড় কেটে সেনাবাহিনী কতৃর্ক সড়ক নির্মাণের প্রতিবাদে ও সড়ক নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় এলাকাবাসী।
আজ শুক্রবার (০১ অক্টোবর ২০২১) সকালে নির্মাণাধীন সড়কের উপরে দাঁড়িয়েই তারা মানববন্ধন করেন।
মানববন্ধনে ধনীরাম পাড়া কার্বারী কাকুল ত্রিপুরা সভাপতিত্বে এবং ভূবন ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার অলিন্দ্র ত্রিপুরা, কিশোর রানী ত্রিপুরা ও সহায়ন ত্রিপুরা (হিরেনয়্যা) প্রমুখ।

বক্তারা বলেন রামগড় হতে তবলছড়ি পর্যন্ত সীমান্ত সড়ক নির্মাণে লক্ষ্যে সেনাবাহিনী বতর্মানে পিলাক ঘাট হতে ধনীরাম পাড়া পর্যন্ত যে সড়কপথ নির্মাণ করেছেন, সেখানে অনেক নিরীহ পাহাড়ি পরিবার ক্ষতির শিকার হয়েছেন। উক্ত ক্ষয়ক্ষতি বিষয়ে ক্ষতিপূরণ দাবিতে সেনাবাহিনীর দায়িত্বরত ব্যাক্তিদের সাথে কথা বললেও তারা কোন কিছু না বলে জোরপূর্বকভাবে ফসল নষ্ট করে ও পাহাড় কেটে সড়ক নির্মাণের ফলে এলাকায় জনমনে ভূমি হারানোর আশঙ্কা ও ক্ষোভ দেখা দিয়েছে।
বক্তারা আরো বলেন, সেনাবাহিনী বতর্মানে উন্নয়ন নামে যে সড়ক নির্মাণ করছে তা পাহাড়িদের বাস্তভিটা উচ্ছেদের চক্রান্ত ছাড়া কিছু নয়। যার জলন্ত প্রমান সিন্দুকছড়ি-মহালছড়ি সড়ক। সেখানে যুগ যুগ ধরে বসবাসকারী পঙ্খিমূড়া এলাকার বাসিন্দাদের বসত বাড়ি নির্মাণে বাধা প্রদান করা হচ্ছে। ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, যে উন্নয়ন আমাদের ভুমি, ভিটেমাটি কেড়ে নেয় সে উন্নয়ন আমরা চাই না। আমরা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।
তারা এ পর্যন্ত সড়ক নির্মাণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও অবিলম্বে সড়ক নির্মাণ কার্যক্রম বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন