মাটিরাঙ্গায় সন্তু গ্রুপ কর্তৃক ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ মার্চ ২০২৫
মাটিরাঙ্গার তাইন্দংয়ে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক গুলি করে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরাকে হত্যা ও তারাবতী ত্রিপুরাকে আহত করার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ মার্চ ২০২৫) বেলা ২:৩০টার সময় ইউপিডিএফ, পিসিপি ও যুব ফোরাম যৌথভাবে পানছড়ি উপজেলার মুনিপুর এলাকায় এই বিক্ষোভের আয়োজন করে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক বরুন চাকমা।
বকুল চাকমা বলেন, জাতির ক্রান্তিলগ্নে শুধু আঞ্চলিক পরিষদের গদি রক্ষার্থে সন্তু লারমা সেনাবাহিনীর ফাঁদে পা দিয়ে ভ্রাতৃঘাতি সংঘাতকে জিইয়ে রেখেছে। তারই অংশ হিসেবে সন্তু লারমার লেলিয়ে দেয়া সশস্ত্র সন্ত্রাসীরা আজকে তাইন্দংয়ে সুবি ত্রিপুরাকে হত্যা করেছে ও তার বোন তারাবতী ত্রিপুরাকে জখম করেছে।
তিনি অবিলম্বে সুবি ত্রিপুরার খুনি সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

বরুন চাকমা বলেন, পাহাড়ের প্রতিবাদী শক্তি ধ্বংস করে দেয়ার লক্ষ্যে সেনাবাহিনীর ইন্ধনে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা একের পর এক ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যা করছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, এ যাবত শত শত নেতা-কর্মীকে হত্যা করেও ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। শত বাধা, প্রতিকূলতার মধ্যেও আমাদের অধিকার প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত আন্দোলন চলবে।
তিনি সুবি ত্রিপুরার খুনিদের গ্রেফতার-শাস্তিসহ সন্তু লারমাকেক আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।