মাটিরাঙ্গায় সেনাবাহিনীর তল্লাশি, নারী-শিশুসহ বাড়ির সবাইকে নির্যাতন

সেনাদের তল্লাশি করা কলইচান ত্রিপুরার বাড়ি।
মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বীরেন্দ্র কার্বারি পাড়ায় সেনাবাহিনী এক ব্যক্তির বাড়িতে তল্লাশির সময় বাড়ির নারী-শিশুসহ সবাইকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ সোমবার (২০ অক্টোবর) ভোররাত ২টার সময় মাটিরাঙ্গা জোনভুক্ত ব্যাঙমারা আর্মি ক্যাম্প থেকে ২০ জনের একদল সেনা সদস্য বীরেন্দ্র কার্বারি পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা প্রথমে কয়েক রাউণ্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে।
পরে সেনারা গ্রামের বাসিন্দা কলইচান ত্রিপুরার বাড়ির দরজা লাথি মেরে ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সবাইকে ঘুম থেকে জাগিয়ে বাড়ির বাইরে বের করে দিয়ে দাঁড় করিয়ে রাখে।
এরপর সেনারা বাড়িতে তল্লাশি চালিয়ে সব জিনিসপত্র তছনছ করে দেয়।
সেনারা বাড়ির মালিক কলইচান ত্রিপুরা, তার স্ত্রী ও ২ সন্তানকে (একজন হাইস্কুলের ও আরেকজন প্রাইমারি স্কুলের ছাত্র) শারীরিক নির্যাতন করেছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে।
তাদের মধ্যে কলইচান ত্রিপুরাকে বেশি নির্যাতন করা হয়। তার নাক দিয়ে রক্ত বের হয়।
সেনারা এক ঘন্টা ধরে সেখানে অবস্থান করে। পরে ভোররাত ৩টার দিকে সেখান থেকে ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।
অপরদিকে, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জনের একটি সেনাদল গতকাল (১৯ অক্টোবর) দুপুর থেকে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। এর ২ দিন আগেও ওই এলাকায় প্রায় ১০০ সেনা মোতায়েন ছিল।
সেনাদের অবস্থানের কারণে বরইতলীসহ আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ খোঁজার নাম করে মাটিরাঙ্গা, গুইমারা ও রামগড় উপজেলায় সেনা অভিযান, সেনা টহল বৃদ্ধি পেয়েছে। এতে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
প্রতিদিন সেনা অভিযানের ফলে এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।