মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নে বিজিবির তৎপরতা

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৮ নম্বর আমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামাগোমতি রাজা পাড়া ও অপূর্ণ মহাজন পাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, আজ রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা বর্ণাল বিজিবি ক্যাম্প থেকে ৩০-৪০ জনের একদল বিজিবি সদস্য রাজা পাড়া ও অপূর্ণ মহাজন পাড়ায় আসে। এতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
বিজিবি সদস্যরা গ্রামের সাধারণ লোকজনকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন স্থানীয়রা।
তারা (বিজিবি সদস্যরা) সেখান থেকে সর্বসিদ্ধি পাড়ার দিকে যেতে পারে বলেও স্থানীয়রা ধারণা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।