মাটিরাঙ্গার তবলছড়িতে পাহাড়িদের জুম ঘর পুড়িয়ে দেয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২ জুন ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের লাইফু কার্বারি পাড়ায় গতকাল (বৃহস্পতিবার) রাতে সেটলার বাঙালি কর্তৃক ৭জন পাহাড়ি জুমচাষীর জুম ঘর পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার (২ জুন ২০২৩) সকাল ১০টায় পোড়াবাড়ি এলাকায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে পোড়াবাড়ি পাড়ার কার্বারি কলেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে ও যুব সমাজের নেতা সবিনাথ ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন মেম্বার সুকুমার ত্রিপুরা ও ভুক্তভোগীদের পক্ষ থেকে বিপিন ত্রিপুরা। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ইউপিডিএফ সংগঠক স্বাধীন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিপন ত্রিপুরা।

বক্তারা গতকাল ৭ পাহাড়ির জুম ঘর পুড়িয়ে দেয়ার ঘটনাকে ভূমি বেদখল ও পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন। তারা বলেন, তবলছড়ি, তাইন্দং এলাকায় পাহাড়িদের জায়গা-জমি বেদখল করতে সেটলার বাঙালিরা নারী ধর্ষণসহ নানা অত্যাচার চালিয়ে যাচ্ছে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় দিন দিন তারা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে এ এলাকায় বসবাসকারী পাহাড়িরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন।

বক্তারা সেটলারদের অব্যাহত ভূমি বেদখল প্রচেষ্টা ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জুম ঘরে আগুন দেয়ার ঘটনায় জড়িত সেটলারদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি এবং ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন