মাটিরাঙ্গার সাপমারা এলাকায় সেনাবাহিনীর অবস্থান, এলাকার জনমনে আতঙ্ক

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

‎বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত সাপমারা এলাকায় সেনাবাহিনী অবস্থান নিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

‎স্থানীয়রা জানান, গতকাল বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটের দিকে ব্যাঙমারা ক্যাম্প থেকে ৩০–৩৫ জন সেনা সদস্য রান্নার জন্য হাড়ি-পাতিল, ডেক্সিসহ সাপমারা এলাকায় গিয়ে পুকুরপাড়ে অবস্থান নেয়। সেখানে তারা তাঁবু খাটিয়ে রাতযাপন করে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে সেনাবাহিনীর সদস্যদের সাপমারা গ্রামে টহল দিতে দেখা যায়।

‎সেনারা সেখানে কতদিন অবস্থান করবে—তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। সেনাবাহিনীর এমন অবস্থানের কারণে এলাকার জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

‎উল্লেখ্য, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সেনাবাহিনীর একদল সদস্য কুলাই চান ত্রিপুরা (৫৫), তার স্ত্রী ও ১২ বছরের মেয়েকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া যায়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More