মাটিরাঙ্গায় ইউপিডিএফের সমাবেশ, পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান

0

মটিরাঙ্গা প্রতিনিধি ।। পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে গতকাল ১০ মার্চ ২০২২, সকাল ১০টায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতি এলাকায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

যে চুক্তি অশ্রু থামাতে পারে না, তা আঁকড়ে থেকে লাভ নেই, বাঁচার জন্য পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হোন” এই আহ্বানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপিডিএফ’র সংগঠক সুইমং মারমা। এতে আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক  যুব ফোরাম(ডিওয়াইএফ)  খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শুভ চাকমা, ইউপিডিএফ সদস্য দত্ত ও এলাকার সচেতন যুবক চয়ন ত্রিপুরা। এছাড়াও এলাকার কার্বারী ও মুরুব্বীবৃন্দও বক্তব্য রাখেন। ইউপিডিএফ সদস্য পিবির সমাবেশে সঞ্চালনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ১০ মার্চ পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসের বাঁক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকার ও জনসংহতি সমিতির মধ্যেকার চুক্তি স্বাক্ষরের প্রায় দশ মাস আগে এই দাবি উত্থাপন তৎকালীন তিন সংগঠনের নেতৃত্বের দূরদর্শি চিন্তার ফসল। সে সময় তিন সংগঠনের নেতৃবৃন্দ যে আশঙ্কা ব্যক্ত করেছিলেন পরবর্তীতে তাই ঘটেছিল। ’৯৭ সালের ২ ডিসেম্বর ঠিকই জনসংহতি সমিতি সরকারের সাথে একটি আপোষ চুক্তিতে উপনীত হয়েছিল।

বক্তারা আরো বলেন, সরকার ও জনসংহতি সমিতির মধ্যেকার স্বাক্ষরিত চুক্তি পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে চুক্তির দুই যুগেও নিপীড়ন, নির্যাতন, খুন-গুম, ভূমি বেদখল, নারী নির্যাতন আগের মতোই চলমান রয়েছে। একই সাথে সরকার চুক্তিকে ঝুলিয়ে রেখে জুম্মদের মধ্যে বিভাজন সৃষ্টি করে “জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের” নীলনক্সা বাস্তবায়ন করছে।

বক্তারা বলেন, সরকার চুক্তি যে পুরোপুরি বাস্তবায়ন করবে তার কোন নিশ্চিয়তা আর নেই। সেটা এখন সবাই বুঝে গেছে। কারণ সরকার নিজেই এখন চুক্তিকে পদদলিত করছে। তাই এই চুক্তি বাস্তবায়নের আশায় আর না থেকে বাঁচার জন্য পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হওয়ার জন্য তারা ছাত্র-যুবকদের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা রাষ্ট্রবাহিনী কর্তৃক গুম হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান, আটককৃত ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমাসহ সকল কারাবন্দীদের নিঃশর্তে মুক্তি এবং পূর্ণস্বায়ত্তশাসনের দাবি মেনে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানান।

উল্লেখ্য,  ১৯৯৭ সালের ১০ মার্চ তিন গণতান্ত্রিক সংগঠন (পাহাড়ি গণ পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন )-এর উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত এক সমাবেশ থেকে ‘পূর্ণস্বায়ত্তশাসন’ দাবি উত্থাপন করা হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More