মাটিরাঙ্গায় এক পাহাড়ি বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার মাটরাঙ্গা উপজেলাধীন ১৯১ নং তাইন্দং মৌজার হেডম্যান পাড়ায় আজ২২ আগস্ট ২০১২, বুধবারদুপুর ২টায় এক পাহাড়ি বৃদ্ধা নারীর লাশ পাওয়া গেছে।নিহত ওই নারীরনাম ফুল কুমারী ত্রিপুরা(৮২) স্বামী: কমলা কুমার ত্রিপুরা।
জানা যায়, গ্রামের পার্শ্ববর্তী একটি ছড়ায় মাছ ধরতে গিয়ে ওই নারী ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজির পর তার লাশ খুঁজে পায়। নিহতের শরীরেরহাতে ও গলায় আঘাতের চিহ্নরয়েছে বলে জানা গেছে। সেটলাররা তাকে হত্যা করে থাকতে পারে বলে গ্রামবাসীরা ধারণা করছেন।
খাগড়াছড়ি জেলার মাটরাঙ্গা উপজেলাধীন ১৯১ নং তাইন্দং মৌজার হেডম্যান পাড়ায় আজ২২ আগস্ট ২০১২, বুধবারদুপুর ২টায় এক পাহাড়ি বৃদ্ধা নারীর লাশ পাওয়া গেছে।নিহত ওই নারীরনাম ফুল কুমারী ত্রিপুরা(৮২) স্বামী: কমলা কুমার ত্রিপুরা।
জানা যায়, গ্রামের পার্শ্ববর্তী একটি ছড়ায় মাছ ধরতে গিয়ে ওই নারী ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজির পর তার লাশ খুঁজে পায়। নিহতের শরীরেরহাতে ও গলায় আঘাতের চিহ্নরয়েছে বলে জানা গেছে। সেটলাররা তাকে হত্যা করে থাকতে পারে বলে গ্রামবাসীরা ধারণা করছেন।
