মাটিরাঙ্গায় বাইল্যাছড়ি সেন্টপল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পিসিপি’র নতুন কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি সেন্টপল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
“পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখল, সেনা নির্যাতন ও র্যাব ইউনিট স্থাপনের বিরুদ্ধে ছাত্র সমাজ রুখে দাঁড়ান” এই শ্লোগানে আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টায় সেন্টপল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শাখার ২য় কাউন্সিল উপলক্ষে বিদ্যালয়ের একটি ক্লাশ রুমে অনুষ্ঠিত সভায় নেপাল ত্রিপুরার সভাপতিত্বে ও উৎপল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা শাখার অর্থ সম্পাদক অমলত্রিপুরা, বৃহত্তর বাইল্যাছড়ি আঞ্চলিক শাখার সদস্য সুশীল ত্রিপুরা ও মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় শাখার অর্থ সম্পাদক রাজু চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, ব্যাপক সেনাবাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামে একটি র্যাব ইউনিট স্থাপনের ষড়যন্ত্র করা হচ্ছে। মাটিরাঙ্গাসহ পার্বত্য চট্টগ্রামে অব্যাত ভূমি বেদখল ও সেনা নিপীড়ন অব্যাহত রয়েছে।
বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে র্যাব ইউনিট গঠনের সিদ্ধান্ত বাতিল, ভূমি বেদখল বন্ধ করা ও সেনাবাহিনী কর্তৃক নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানান।
শেষে ধন বিকাশ ত্রিপুরাকে সভাপতি, অনিমেষ চাকমাকে সাধারণ সম্পাদক ও সোহেল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। অমল বিকাশ ত্রিপরা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।