মানিকছড়িতে ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মানিকছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২১, রবিবার সকালে দলীয় পতাকা উত্তোলন করেন ইউপিডিএফ-এর মানিকছড়ি ইউনিটের সমন্বয়ক ক্যহ্লাচিং মারমা। উপস্থিত সকলে পতাকার প্রতি স্যালুট জানান।
পরে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ইউপিডিএফ’র পক্ষে ক্যহ্লাচিং মারমা, অংচিং মারমা, বরুণ চাকমা, পিসিপি ও যুব ফোরামের পক্ষে অংহ্লাচিং মারমা, অংজাই রোয়াজা, পাইক্রানু মারমা এবং এলাকাবাসীর পক্ষে অংক্য মারমা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং ক্যহ্লাচিং মারমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন