মানিকছড়িতে পিসিপি’র ছাত্র সমাবেশ

মানিকছড়ি প্রতিনিধি ।। ‘শপথবাক্য পাঠের নামে শিক্ষা প্রতিষ্ঠানে উগ্ৰজাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠা চলবে না ছাত্র সমাজ রুখে দাঁড়াও’ শ্লোগানে এবং ‘কেবল মাত্র ৫ জাতিসত্তার ভাষা নয়, সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষালাভের অধিকারসহ পিসিপির ৫ দফা বাস্তবায়ন’র দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে ছাত্র সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ২০২২) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উগ্র বাঙালি জাতীয়তাবাদী ভাবধারা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা হতে জারিকৃত ‘শিক্ষা প্রতিষ্ঠানে শপথবাক্য পাঠ সংক্রান্ত’ এক সার্কুলারে স্পষ্টভাবে উগ্রবাঙালি জাতীয়তাবাদী ভাবধারা চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। সরকারের এমন প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে। কারণ বাংলাদেশে শুধূ বাঙালি নয়, এদেশে আরও ৪৫টির অধিক সংখ্যালঘু জাতির বসবাসর রয়েছে। আর এসব জাতিসত্তাগুলোর রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য।

বক্তারা আরো বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ দীর্ঘ দুই দশকের অধিক সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু সরকার শুধুমাত্র ৫টি জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের সিদ্ধান্ত নিলেও বাকী জাতিসত্তাগুলোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। অপরদিকে যে ৫টি জাতিসত্তার ভাষায় শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উপযুক্ত শিক্ষকের অভাবে তাও ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। বক্তারা সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা চালু করে যথাযথভাবে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে সামরিক নজরদারি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি সভাপতিত্ব করেন অংহ্লাচিং মারমা। এতে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক অংচিং মারমা, পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, জেলা প্রতিনিধি রূপান্তর চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সুদেব চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি উজাই রোয়াজা প্রমুখ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন