মানিকছড়িতে শহীদ মংশে মারমা’র ২৬তম মৃত্যুবার্ষিকী পালন

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়িতে শহীদ মংশে মারমা’র ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় মানিকছড়ি সদরস্থ ওয়াকছড়ি এলাকায় শহীদ মংশে মারমার স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, নারী আত্মরক্ষা কমিটি ও ইউপিডিএফ’র নেতৃবৃন্দ। এছাড়া এলাকাবাসী ও এলাকার শিশু-কিশোরাও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ মংশে মারমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

অনুষ্ঠানে ইউপিডিএফ’র পক্ষ থেকে সংগঠক রয়েল মারমা ও বাবু মারমা, গণতান্ত্রিক যুব ফোরাম ও নারী আত্মরক্ষা কমিটি পক্ষ থেকে যথাক্রমে অংচাই রোয়াজা ও পাইহ্লা মারমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে সুমনা মারমা ও প্রীয়সী মারমা উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, শহীদ মংশে মারমা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর মানিকছড়ি উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
১৯৯৯ সালের ৩ ডিসেম্বর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি নামক স্থানে সাংগঠনিক কাজে গেলে জেএসএস-এর লেলিয়ে দেয়া সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। ঘটনার কয়েকদিন পর তার লাশ খুঁজে পাওয়া যায়।
মংশে মারমা মানিকছড়িসহ পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অবিচার ও ভূমি বেদখলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
