মানিকছড়িতে সেটলারদের সাম্প্রদায়িক উস্কানি, পাহাড়ি গ্রামে হামলার হুমকি

মানিকছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় সেটলার বাঙালিরা সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি ও পাহাড়ি গ্রামে হামলার হুমকি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ রবিবার (২ জানুয়ারি ২০২২) সকালে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যানসহ শত শত সেটলার বাঙালি জড়ো হয়ে বড়বিল মারমা পাড়ায় যায়। তারা ইমাম হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে ‘অপহরণের’ অভিযোগ করে। কিন্তু এ ধরনের ঘটনা বিষয়ে কোন কিছুই জানেন না বলে গ্রামবাসীরা তাদেরকে জানান।
এ সময় সংঘবদ্ধ সেটলাররা আজ বিকাল ৪টার মধ্যে ইমাম হোসেনকে পাওয়া না গেলে অসুবিধা হবে এমনকি পাহাড়িদের গ্রামে হামলা চালানোরও হুমকি দেয়। সেটলারদের এমন হুমকির ফলে ওই এলাকার পাহাড়িদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন