মানিকছড়িতে বোরকা পার্টির সন্ত্রাসী কর্তৃক আবারো এক গ্রাম প্রধান অপহৃত
সিএইচটিনিউজ.কম
মানিকছড়ি(খাগড়াছড়ি): খাগড়াছড়ির মানিকছড়িতে সেনা মদদপুষ্ট বোরকা পার্টির সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক আবারো এক গ্রাম প্রধান(কার্বারী) অপহৃত হয়েছেন। তাঁর নাম চমক্যা চাকমা(৫৫), পিতা মৃত তরু মোহন চাকমা। তিনি মানিকছড়ি ইউনিয়নের দোজরী(ছোট কালাপানি) গ্রামের কার্বারী হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল ১৭ মে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে ৪ ব্যক্তি অপহরণের শিকার হলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে তপন চাকমার নেতৃত্বে বোরকা পার্টির ১০-১২ জনের একদল সশস্ত্র সদস্য দোজরী গ্র্রামের কার্বারী চমক্যা চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় তিনি বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। সন্ত্রাসীরা তাকে ঘুম থেকে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
এর আগে দার্জ্যা পাড়ার আদু প্রু মারমা, ডেবাতলী গ্রামের থৈয়ইরী মারমা ও ভোলাছোলা গ্রামের সুরেশ কুমার চাকমা বোরকা পার্টির সন্ত্রাসী কর্তৃক অপহৃত হয়েছিলেন।
উল্লেখ্য, গতবছর ৩ মার্চ বোরকা পার্টির সন্ত্রাসীরা চমক্যা চাকমাকে না পেয়ে তাঁর পরিবারের লোকজনকে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে সময় বেশ কিছুদিন তাদেরকে বাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।