মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ ত্রিপুরা পরিবারের মানববন্ধন
চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর তালিবাড়ীয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ ত্রিপুরা পরিবার যথাযথ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মিরসরাই উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শান্ত রাম ত্রিপুরা, মকলতি ত্রিপুরা, সুরেশ ত্রিপুরা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সৃকৃতি চাকমা ও পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার সদস্য বন জ্যোতি ত্রিপুরা।
বক্তারা অবিলম্বে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ ত্রিপুরা পরিবারকে যথাযথ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।
মানবন্ধন শেষে ক্ষতিগ্রস্ত পরিবাবর্গ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।