মীরসরাইয়ে ত্রিপুরা পাড়ায় হামলা ও ভূমি বেদখলকারীদের গ্রেফতারের দাবি জাতীয় মুক্তি কাউন্সলের
সিএইচটিনিউজ.কম
চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামে রিজার্ভ পাড়ায় গত ১৯ জুন ত্রিপুরা জাতিসত্তার অধিবাসীদের উপর হামলা এবং ভূমি বেদখলের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জাতীয় মুক্তি কাউন্সিল আজ ৪ জুলাই শনিবার বিকাল ২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। গত ২৭ জুন মুক্তি কাউন্সিলের একটি টিম উক্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলনে মুক্তি কাউন্সিল চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এডভোকেট ভুলন ভৌমিক বলেন, ভূমি দখলকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি প্রসাশনের যারা এতদিনেও মামলা নেয়নি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে রির্পোট পাঠ করেন মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব আমীর আব্বাস।
এতে আরো উপস্থিত ছিলেন আরোয়ার হোসেন, এম এস রেজা শাহীন এবং সুকৃতি চাকমা। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা নিরুপতি ত্রিপুরা, শান্তি বিকাশ ত্রিপুরা, ফুল কুমার ত্রিপুরা ও সুরেশ ত্রিপুরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সদস্য ভিকি মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।