রাঙামাটিতে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক পোস্টারিং

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ জুলাই ২০২৫
‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক পোস্টারিং করা হয়েছে।
আজ ২৮ জুলাই ২০২৫, সোমবার ‘পরিবেশ রক্ষা কমিটি’র উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, বোধিপুর, খামার পাড়া, আবাসিক, কুদুকছড়ি বাজার ও নান্যাচরের ঘিলাছড়ির বিভিন্ন জনসমাগম স্থানে পোস্টারিং করা হয়।
হাতে লেখা এসব পোস্টারে “বন বাঁচাও, পরিবেশ বাঁচাও; যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ফেলে বিপদ ডেকে আনবেন না; জীববৈচিত্র্য রক্ষা করুন; নাম তার সেগুন, সব গাছ করে খুন; প্রকৃতি ধ্বংস করে সড়ক চাই না; নদী-ঝিরি-ঝর্ণা বাঁচাও; অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করুন; সেগুন নয়, বাঁশ, কড়ই গর্জন, চাম্পা গাছ রোপন করুন” ইত্যাদি আহ্বান সম্বলিত শ্লোগান লেখা রয়েছে।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।