রাঙামাটির কুদুকছড়ি-ঘিলাছড়ি ইউনিয়নে এলাকার বিভিন্ন তথ্য চেয়েছে সেনাবাহিনী, জনমনে শঙ্কা

0

রাঙাামটি প্রতিনিধি ।। রাঙামাটির কুদুকছড়ি সেনা ক্যাম্পে গত রবিবার (২০ মার্চ ২০২২) সকাল ১১টার দিকে কুদুকছড়ি ও ঘিলাছড়ি এলাকার হেডম্যান ও কার্বারীদের ডেকে পাঠিয়ে তাদের হাতে দু’টি ফরম ধরিয়ে দেয়া হয়। ফরমগুলোতে এলাকার জনসংখ্যা (নারী-পুরুষ-শিশু), পরিবারের সংখ্যা, জনপ্রতিনিধি (চেয়ারম্যান-মেম্বার), হেডম্যান-কার্বারী, চাকুরিজীবী, ছাত্র-ছাত্রী, যুবক, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা, মোবাইল নাম্বার, রাস্তাঘাটসহ নানা তথ্য চাওয়া হয়। ফরমগুলো পূরণ করে আগামী ২৭ মার্চ ২০২২ জমা দিতে জোর নির্দেশ প্রদান করা হয়। 

কী করণে এসব তথ্য চাওয়া হয়েছে তা জানা যায়নি। তবে সেনাবাহিনীর এমন তথ্য চা্ওয়ায় কোন বদ মতলব রয়েছে কিনা তা নিয়ে এলাকার জনগণ নানা শঙ্কা প্রকাশ করেছেন।

এলাকার জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিগণ বলেছেন, কোন জরিপ বা তথ্য সংগ্রহের কাজ করতে হলে তার জন্য স্থানীয় প্রশাসন যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা প্রশাসন রয়েছে। রয়েছে জাতীয় পরিসংখ্যান ব্যুরো। কিন্তু সেনাবাহিনী কোন আইনের বলে বা কেন এ ধরনের তথ্য সংগ্রহ করতে চাচ্ছে তা আমাদের বোধগম্য নয়। যত্রতত্র এ ধরনের তথ্য নেয়া হলে তা অপব্যবহার হবার সমূহ সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। যদি কোন তথ্যের প্রয়োজন হয় তাহলে তারা ইউনিয়ন পরিষদ থেকেই তথ্য সংগ্রহ করতে পারে বলে জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিবর্গ মত প্রকাশ করেছেন ও পরামর্শ দিয়েছেন।

সেনাবাহিনীর বিতরণকৃত ফরমগুলো:


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More