রামগড়-মানিকছড়ি এলাকায় তিন স্থানে সেনা অভিযান, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়ি উপজেলার তিনটি স্থানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করার খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর সদস্যরা রামগড় উপজেলার নতুন বাজার, যোগ্যছোলা ও স্কুল পাড়া এলাকায় অভিযান চালায় এবং সেখানে রাতে অবস্থান করে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রামগড়ের নতুন বাজারে ৪টি, মানিকছড়ি উপজেলায় ৩ নং যৌগ্যাছলা ইউনিয়নে ২টি এবং স্কুল পাড়ায় ২টি — মোট ৮টি গাড়ি যোগে সেনা সদস্যরা এ অভিযান চালায়। স্থানীয়দের ধারণা, অভিযানে প্রায় ১০০ জন সেনা সদস্য অংশ নেয়।
তবে সেনারা উক্ত এলাকায় কোনো ঘরবাড়িতে তল্লাশি না চালালেও লোকজনকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে। তারা কিছু ব্যক্তিকে অর্থের প্রলোভন দেখিয়ে ইউপিডিএফ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ রিপোর্ট লেখার সময় (সকাল ১১টা) সেনারা রামগড়ের হাড়িছড়া ও বড়টিলা এলাকায় টহল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
সেনাবাহিনীর এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনগণ এ ধরনের হয়রানিমূলক কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সেনা অপারেশন বন্ধের দাবি করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।