রামগড়ে পাহাড়িদের বিরুদ্ধে সেটলারদের সাম্প্রদায়িক উস্কানি, রাতভর আতঙ্ক

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির রামগড়ে গতকাল শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত একদল সেটলার পাহাড়িদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। ফলে পাহাড়িরা সারা রাত আতঙ্কে জেগে থাকতে বাধ্য হন।
জানা যায়, গতকাল রাত ৯টার সময় মো. মোস্তফা’র নেতৃত্বে খাগড়াবিল ও সোনারখীল থেকে মোটর সাইকেল ও সিএনজি যোগে ৫০/৬০ জন সেটলার রাবার বাগান এলাকায় এসে অবস্থান নেয়। এরপর সেখান থেকে তারা পাহাড়িদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেয়, নানা হুমকি-ধমকি প্রদান করে।
তারা ‘রুপাইছড়ি গ্রামে কোন পাহাড়ি থাকতে পারবে না’ বলে হুমকি দেয়।
সেটলারদের এমন অবস্থান, হুমকি ও উস্কানিমূলক আচরণের কারণে পাহাড়িদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এভাবে দিবাগত মধ্য রাত ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করার পর সেটলাররা সেখান থেকে ফিরে যায়।
অপরদিকে, আতঙ্কিত পাহাড়িরা নিজেদের গ্রাম-ঘরবাড়ি রক্ষায় পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটায়।
রাতের আঁধারে সেটলারদের এমন সাম্প্রদায়িক উস্কানি পাহাড়িদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী। সেটলাররা যে কোন সময় পাহাড়িদের ওপর বড় ধরনের সহিংস হামলা চালাতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
