রামগড়ে সেটলাররা এক পাহাড়িকে তুলে নিয়ে গেছে

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রূপাইছড়ি গ্রাম থেকে সেটলার বাঙালিরা এক পাহাড়িকে তুলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ রবিবার (৯ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার সময় খাগড়াবিল গ্রাম থেকে ২০/২৫ জন সেটলার মোটর সাইকেল ও সিএনজিযোগে রূপাইছড়ি গ্রামে গিয়ে নিজ বাড়ি থেকে নয়ন চাকমা ওরফে দুর্গপদ্ম (৩৫), পিতা- রূপপদ্ম চাকমাকে জোর করে তুলে নিয়ে যায়। তিনি পেশায় একজন দোকানদার। নিজ বাড়ির সামনে চা দোকান দিয়ে তিনি জীবিকা নির্বাহ করে থাকেন।
তাকে খাগড়াবিল গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, একই সময় খাগড়াবিল গ্রামের দুই শতাধিক সেটলার বাঙালি জড়ো হয়ে রয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনী একটি দল সেখানে উপস্থিত হওয়ার পর তারা জড়ো হয় বলে একটি সূত্র জানিয়েছে।
বর্তমানে সেনা সদস্যরা সেখান থেকে চলে গেলেও সেটলাররা জড়ো হয়ে রয়েছে এবং সিন্দুকছড়ি জোন থেকে সেখানে (খাগড়াবিল) আরো সেনাবাহিনী যেতে পারে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, নাঙ্গেল পাড়ার পার্শ্ববর্তী লালছড়ি সীমান্তের তালগাছ টিলায় আগামী নির্বাচন পর্যন্ত একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সেটলার কর্তৃক পাহাড়িকে তুলে নিয়ে যাওয়া ও তাদের জড়ো হওয়ার ঘটনায় এলাকার পাহাড়িদেরকে আতঙ্কিত করে তুলেছে। সেটলাররা যে কোন সময় পাহাড়িদের ওপর হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ অক্টোবর রাতে সোনারখীল গ্রামের সেটলাররা লালছড়ি রাবার বাগান এলাকায় গিয়ে রূপাইছড়ি গ্রামের পাহাড়িদের উচ্ছেদের হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
