রামগড়ে সেনাবাহিনীর অবস্থান ও ঠ্যাঙাড়েদের ঘোরাফেরা: জনমনে আতঙ্ক

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির রামগড়ে একদিকে সেনাবাহিনীর অবস্থান ও অন্যদিকে ঠ্যাঙাড়ে ‘মোত্তালেব বাহিনী’র সন্ত্রাসীদের সশস্ত্রভাবে ঘোরাফেরার কারণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বেলা ২টার সময় বাটনাতলী আর্মি ক্যাম্প থেকে চারটি গাড়িতে সেনা সদস্যরা ও দুটি মোটর সাইকেল করে সাদা পোশাকে কয়েকজন রামগড়ের গরুকাটা নামক রাস্তায় যায়। এরপর সেখান থেকে সেনাবাহিনীর দুটি গাড়ি খাগড়াবিল পাড়ায় গিয়ে অবস্থান করছে।
সেনাবাহিনীর অপর দু’টি গাড়ি ও দু’টি বাইকে আসা লোকজন গুজা পাড়ায় অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
সেনারা বিভিন্ন গ্রামে অভিযান চালাতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।
অপরদিকে, আজ সকাল ১০টার সময় সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে ‘মোতালেব বাহিনী’র সন্ত্রাসীরা পাতাছড়া, নাক্কাপা, দাতারাম পাড়া এলাকায় তিনটি বাইকে করে সশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করার খবর পাওয়া গেছে।
একদিকে সেনাবাহিনীর অবস্থান ও অন্যদিকে ঠ্যাঙাড়েদের ঘোরাফেরার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
