রামগড়ে হ্লাচিং মং মারমা (ঊষা) ও ত্রিদিব চাকমা হত্যার বিচার দাবিতে পোস্টারিং
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ এপ্রিল ২০২৩

ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (ঊষা) ও ত্রিদিব চাকমা হত্যার বিচার দাবিতে রামগড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রামগড় ইউনিটের উদ্যোগে পোস্টারিং করা হয়েছে।
আজ শনিবার (৮ এপ্রিল ২০২৩) রামগড় উপজেলার বিভিন্ন স্থানে এই পোস্টারিং করা হয়।

হাতে লেখা এসব পোস্টারে “হ্লাচিং মারমা হত্যার বিচার চাই, ত্রিদিব চাকমা হত্যার বিচার চাই, সন্ত্রাসীদের মদদদাতা সেনা গোয়েন্দাদের গ্রেফতার কর, ইউপিডিএফ’র উপর দমন পীড়ন বন্ধ কর, পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার কর, অবিলম্বে সেনা সন্ত্রাস বন্ধ কর, ঠ্যাঙারে দিয়ে সন্ত্রাস বন্ধ কর, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ কর…” ইত্যাদি দাবি রয়েছে।

এদিকে, পোস্টারিংয়ের পর পরই বৈদ্য পাড়া বিজিবি ক্যাম্প হতে একদল বিজিবি সদস্য এসে বাজার চৌধুরী পাড়ায় লাগানো পোস্টারগুলো ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল মানিকছড়ির যোগ্যছোলা ইউনিয়নে সাংগঠনিক কাজে গেলে আওয়ামী লীগ নেতা মো. জামাল পাটোয়ারীর নেতৃত্বে একদল সেটলার বাঙালি ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমাকে ধরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে ৪ এপ্রিল দীঘিনালায় সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য ত্রিদিব চাকমাকে গুলি করে হত্যা করে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন