রামগড়ের নাঙ্গেল পাড়ায় এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার নাঙ্গেল পাড়ায় অভিযানের নামে সেনাবাহিনী এক গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ভোররাত ৩টা ৩০ মিনিটে সেনা সদস্যরা পুষ্প মনি চাকমার বাড়িতে গিয়ে দরজা খোলার নির্দেশ দেন এবং ঘুম থেকে ডেকে তোলেন। এসময় তারা জানতে চান—তোমার আসল বাড়ি কোথায়? এখানে কেন এসেছ? ভাত খেয়েছ?
পুষ্প মনি জানান, তিনি পূর্বপুরুষের জায়গায় বসবাস করছেন। সেনা সদস্যরা আরও বলেন, ‘গুইমারা ক্যাম্পে যেতে পারবে নাকি? তোমাকে ঢেউটিন দেব।’
অভিযানের সময় সেনাবাহিনীর পোশাকধারী একজন বাইরে মোবাইলে কারও সাথে কথা বলে জানান যে তারা ভুল বাড়িতে প্রবেশ করেছেন। এরপর সেনা সদস্যরা দ্রুত সেখান থেকে সরে যান।

এর প্রায় ২০ মিনিট পর, রাত ৩টা ৫০ মিনিটে, সেনা সদস্যরা একই গ্রামের বাত্যা চাকমা (৪২), পিতা- সাধন্যা চাকমা’র বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। সেনারা তাকে ঘুম থেকে ডেকে তুলে বাড়ির ভেতরে প্রবেশ করে সকল জিনিসপত্র তল্লাশি চালিয়ে তছনছ করে দেয়।
তল্লাশির পর অবৈধ কিছু না পেয়ে সেনারা বাত্যা চাকমার কাছ থেকে ‘জিয়ান কোথায়?’ বলে জানাতে চায়।
বাত্যা তাদেরকে ‘জিয়ান এখানে থাকেন না’ বলে জানালে সেনারা বলেন, ‘আমরা ড্রোনে দেখেছি জিয়ান এখানে থাকে।’
বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়ার বিষয়ে বাত্যা চাকমা সেনাদের প্রশ্ন করলে দায়িত্বরত সেনা অফিসার ক্ষুব্ধ হয়ে বলেন, “আমরা সবকিছু করতে পারি।”
রাতের আঁধারে হঠাৎ এমন তল্লাশি অভিযানে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
