রামগড়ের নাঙ্গেল পাড়ার পার্শ্ববর্তী স্থানে শতাধিক সেনা ও বিজিবি সদস্যের অবস্থান

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার লালছড়ি সীমানার নাঙ্গেল পাড়ার পার্শ্ববর্তী একটি স্থানে (সাহাব আলীর লিচু বাগান) শতাধিক সেনা ও বিজিবি সদস্য অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল রবিবার (২ নভেম্বর ২০২৫) সন্ধ্যার সময় একদল বিজিবি সদস্য সেখানে গিয়ে রাত যাপন করে।
আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার সময় বিজিবি ও সেনাবাহিনীর আরো একটি দল সেখানে তাদের সাথে যোগ দেয়। বর্তমানে বিজিবি ও সেনাবাহিনীর শতাধিক সদস্য সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, সেনা ও বিজিবি সদস্যরা সেখানে তিন দিন অবস্থান করবে। অপর একটি সূত্র মতে, উক্ত স্থানে একটি বিজিবি ক্যাম্প স্থাপন করা হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
