রামগড়ের মরাকয়লা গ্রামে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, জিনিষপত্র তছনছ

রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মরাকয়লা নামক গ্রামে সেনাবাহিনী এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির সকল জিনিষপত্র তছনছ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (২৬ সেপ্টেম্বর ২০২১) সকালে এ তল্লাশির ঘটনা ঘটে।
যার বাড়িতে তল্লাশি চালানো হয় তার নাম সুরতি মোহন চাকমা (৪০)।
তল্লাশিকালে বাড়িতে কেউ ছিলেন না। কাজের জন্য সকলে বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল সোয়া ১১টার দিকে মানিকছড়ির বাটনাতলী সাবজোন থেকে ১০-১২ জনের একটি সেনাদল মরাকয়লা গ্রামে হানা দেয়। এ সময় সেনারা ওই গ্রামের বাসিন্দা সুরতি মোহন চাকমার বাড়িটি ঘেরাও করে এবং বাড়িতে কোন লোকজন না থাকা সত্ত্বেও বাড়ির ভিতর প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় সেনারা রান্নার হাঁড়ি-পাতিল, থালা-বাসন সব বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এছাড়া বাড়ির অন্যান্য সকল জিনিষপত্রও তছনছ করে দেয়।
সেনা সদস্যরা দুপুর দেড়টার অধিক পর্যন্ত সেখানে অবস্থান করে। পরে চলে যাওয়ার সময় সেনারা বাড়িতে থাকা ১টি জেনারেটর ও ১টি পাম্প মেশিন লুটে নেয়ার চেষ্টা করলে স্থানীয় নারীরা প্রতিরোধ করে। নারীদের প্রতিরোধের ফলে সেনারা সেগুলো ফেরত দিয়ে যেতে বাধ্য হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে দুপুর ২টার দিকে সেনারা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন