রামগড়ে এলাকাবাসীর উদ্যোগে নির্মাণাধীন প্রাইমারি বিদ্যালয় বিজিবি কর্তৃক ভাংচুরের অভিযোগ
রামগড় : খাগড়াছড়ির রামগড় উপজেলার সদর ইউনয়নের গরুকাটা নামক এলাকায় এলাকাবাসীর উদ্যোগে নির্মাণাধীন একটি প্রাইমারী বিদ্যালয় বিজিবি কর্তৃক ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত মাস-দুয়েক আগে থেকে স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়টি নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ২০১৮) সকাল ৯টার দিয়ে খেদাছড়া বিজিবি ক্যাম্পের সুবেদার নাজমুল স্থানীয় এলাকার মুরুব্বী বিষু ত্রিপুরাকে ফোন করে বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। এরপর দুপুর ১২টার সময় বিজিবি’র ১২ জনের একটি দল গিয়ে নির্মাণাধীন বিদ্যালয়ের ২টি জানালার কাঠের বাটাম ভেঙে দেয় এবং দুটি পানি রাখার ড্রাম ও ১ বস্তা সিমেন্ট ঢেলে দিয়ে নষ্ট করে দেয়।

এলাকার লোকজন বিদ্যালয়টি ভাঙচুরের কারণ জানতে চাইলে বিজিবি সদস্যরা ‘বিদ্যালয়টি ইউপিডিএফ কর্তৃক নির্মাণ হচ্ছে, তাই এটি নির্মাণ করা যাবে না’– এমন কথা বলে ক্যাম্পে ফিরে যায়।
এলাকাবাসী জানিয়েছেন, তাদের এলাকার পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় না থাকায় ছেলে-মেয়েদের অনেক দুরে গিয়ে পড়া লেখা করতে হয়। ফলে সর্বসাধারণের উদ্যোগে এই বিদ্যালয়টি নির্মাণ করা হচ্ছে।
বিদ্যালয় নির্মাণে বিজিবি’র বাধা প্রদানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিনিধিকে বলেন, সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কথা বললেও পার্বত্য চট্টগ্রামে বিদ্যালয় নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কোমলমতি শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
———————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।