রামগড়ে এলাকাবাসীর নির্মিত দুটি বিদ্যালয় ভেঙে দিয়েছে বিজিবি
রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ি রামগড় উপজেলার রামগড় সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের দক্ষিণ লালছড়ি ও নাঙেল আদাম এলাকায় এলাকাবাসীর উদ্যোগে নির্মিত একটি প্রাথমিক ও একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণরুপে ভেঙে দিয়েছে তৈচালা জোন এবং খেদা ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আজ শনিবার (১০ নভেম্বর ২০১৮) দুপুর ১২ টায় তৈচালা জোন এবং খেদা ক্যাম্প হতে ১৫-২০ জনের একদল বিজিবি সদস্য দক্ষিণ লালছড়িতে যায়। বিজিবি সদস্যরা লালছড়িতে যাওয়ামাত্র কোন অজুহাত ছাড়াই প্রথমে দক্ষিণ লালছড়ি প্রাথমিক বিদ্যালয় এবং নাঙেল আদাম গিয়ে সেখানকার প্রাক-প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণরূপে ভেঙে দেয়।
বিদ্যালয় দুটি ভেঙে দেয়ার পরে বিজিবি সদস্যরা একটি নবনির্মিত বৌদ্ধ বিহার ভাঙচুরের চেষ্টা চালায়। এতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বিজিবির অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। পরে অবস্থা বেগতিক দেখে বিজিবি সদস্যরা সেখান থেকে চলে যায়।

এলাকার জনগণ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিজিবি সদস্যরা সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙচুর-তল্লাশি ও বিভিন্ন শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে বাধা প্রদান করে আসছে।
তারা অতি দ্রুত ভাঙচুরকৃত প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বিদ্যালয় দুটি পূননির্মাণ করার জোর দাবি জানান।
————————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।