রামগড়ে কালাপানি একতা যুব সংঘ ক্লাবের সাইনবোর্ড খুলে নিয়েছে বিজিবি
রামগড় প্রতিনিধি।। খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বড়কালাপানি গ্রামে ‘একতা যুব সংঘ’ ক্লাবের সাইনবোর্ড খুলে নিয়েছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা।
বুধবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় গুইমারা সেক্টরের রামগড় ১৬ ব্যাটালিয়ন বিজিবি জোনের অধীন খেদা ক্যাম্প থেকে ১০/১২ জনের একদল বিজিবি সদস্য কালপানি গ্রামে এসে ক্লাবের সাইনবোর্ডটি খুলে নিয়ে যায়।
গ্রামবাসীরা জানান, সামাজিক অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য ২০১৪ সালে তারা এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন। ক্লাবে খেলাধুলাসহ নানা সামাজিক অনুষ্ঠান করা হয় বলে তারা জানান।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।