লংগদুর তালছড়ি গ্রামে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
রাঙামাটির লংগদু উপজেলার তালছড়ি গ্রামে মধ্যরাতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
ভুক্তভোগীর নাম সবিলন চাকমা (৪০), পিতা- শত লাল চাকমা, ৩নং ওয়ার্ড, লংগদু ইউনিয়ন।
জানা যায়, শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দিবাগত মধ্যারাত আনুমানিক ১২টার দিকে বামে লংগদু সেনা ক্যাম্প থেকে ১২/১৪ জনের একদল সেনা সদস্য ইঞ্জিনচালিত বোটযোগে গিয়ে তালছড়ি গ্রামে হানা দেয়। সেখানে সেনারা গ্রামের বাসিন্দা সবিলন চাকমার বাড়ি ঘেরাও করে এবং বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালায়। তবে এ সময় বাড়িতে কেউ ছিলেন না।
তল্লাশিকালে সেনারা তার বাড়ির সব জিনিসপত্র এদিক, সেদিক ছুঁড়ে ফেলে দিয়ে তছনছ করে দেয়। কিন্তু ব্যাপক তল্লাশি চালিয়েও তারা অবৈধ কোন কিছু উদ্ধার করতে পারেনি।

ইদানিং লংগদুর ভাইবোনছড়া, গোলাছড়ি, হাড়িকাবা, কাট্টলী এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এতে এলাকার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে সেনারা টহল ও তল্লাশি তৎপরতা বাড়িয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা।
সেনাবাহিনীর এহেন হয়রানিমূলক কর্মকাণ্ড সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন চালানোর বদ উদ্দেশ্য হতে পারে বলে এলাকার অনেকে ধারণা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
