লংগদুর মধ্য খাড়িকাটায় সেনাবাহিনী কর্তৃক চার নিরীহ ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ!

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ নভেম্বর ২০২৫
রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের মধ্য খাড়িকাটা গ্রামে চার নিরীহ ব্যক্তি সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মধ্য খাড়িকাটা গ্রামের বাসিন্দা ১. বিমল জ্যোতি চাকমা (৩০), পিতা- কালি কুমার চাকমা, ২. পূর্ণ চন্দ্র চাকমা (২৮), পিতা- মৃত সুর মোহন চাকমা, ৩. সুপায়ন চাকমা (২৭), পিতা- বিমল কান্তি চাকমা এবং ৪. তপন চাকমা (৪০), পিতা- যুদ্ধ মনি চাকমা, গ্রাম- করল্যাছড়ি, আটরক ছড়া ইউনিয়ন, লংগদু, রাঙামাটি।
ভুক্তভোগী চার জনই মধ্য খাড়িকাটা গ্রামে জোত পারমিটের গাছ কাটার শ্রমিক/দিন মজুর হিসেবে কাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার সময় বামে লংগদু সেনা ক্যাম্পের কমাণ্ডার মো. আনিস-এর নেতৃত্বে ১৫-২০ জন সেনা সদস্য মধ্য খাড়িটা গ্রামে হানা দেয়। এ সময় সেনারা সেখানে জোত পারমিটের গাছ কাটার কাজে নিয়োজিত দিন মজুরদের কাছ থেকে কথিত “সন্ত্রাসী” সহ নানা কথা জিজ্ঞাসা করে। এক পর্যায়ে সেনারা “সন্ত্রাসীরা” এখানে ভাত খেয়েছে কিনা প্রশ্ন করলে বিমল জ্যোতি চাকমা “এখানে কোন সন্ত্রাসী ভাত খায়নি” বলে উত্তর দেয়। আর এতে সেনা কমান্ডার আনিস তার ওপর চড়াও হন এবং তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। একইভাবে সেনারা অপর তিন জন পূর্ণ চন্দ্র, সুপায়ন ও তপন চাকমাকেও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে সেনারা জোত পারমিটের গাছ কাটার কাজ বন্ধ করে দেন।
সেনাদের এমন নির্যাতনের ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় জনগণ বলছেন, সেনারা কথিত “সন্ত্রাসী” খোঁজার নামে অহেতুক সাধারণ লোকজনকে নির্যাতন, হয়রানি করছে।
তারা সেনাদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাধারণ জনগণের ওপর অন্যায়-অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
