লক্ষীছড়িতে প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন

0
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের সম্মানে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির লক্ষীছড়িতে অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দেদার-এর ৯৩তম আত্মাহুতি দিবস উপলক্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের সম্মানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে লক্ষীছড়ির হুদুকছড়ি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শ্লোগান ছিল “অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা তোমায় স্যালুট, পাহাড়ে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরাও একেক জন প্রীতিলতা হতে প্রস্তুত।

সকাল ৯টটায় নারী শিক্ষার্থীদের একটি টিম আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। পরে শপথ গ্রহণ করা হয়।

আত্মরক্ষার কৌশল প্রদর্শন করছেন নারী শিক্ষার্থী টিমের সদস্যরা।
অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে অবিচল থাকার শপথ গ্রহণ করা হচ্ছে।

এরপর ছেলেদের ছয় জনের একটি চৌকস টিমের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ প্রীতিলতা ওয়াদ্দাদার, মাস্টার দা সূর্যসেন, কল্পনা দত্তদের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহ, ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ব্রিটিশ বিরোধী সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। 


এসব আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলা অর্থ সম্পাদক মনিকা চাকমার সজ্ঞালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর লক্ষ্মীছড়ি উপজেলা সংগঠক অং মারমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরন দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি জয় চাকমা। এছাড়া সভায় উপস্থিত থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন হুদুকছড়ি স্কুল শিক্ষিকা এচিং মারমা ও লক্ষীছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি মারমা।


আলোচকরা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দাদার। ১৯৩২ সালে আজকের এই দিনে প্রীতিলতা, মাস্টার দা সূর্যসেন ও কল্পনা দত্তদের নেতৃত্বে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব আক্রমণে দায়িত্ব দেওয়া হয়! ইউরোপীয়ান ক্লাব আক্রমণের সময় প্রীতিলতা ব্রিটিশদের গুলিতে গুরুতর আহত হন এবং আহত অবস্থায় ব্রিটিশদের হাতে ধরা পড়ার চেয়ে নিজেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। প্রীতিলতার এই আত্মত্যাগ সে সময় অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছিল, যা এখনো তাকে অগ্নিযুগের বীরকণ্যা হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।


আলোচকরা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-যুবক-নারীদের একেকজন মাস্টার দা সূর্যসেন, প্রীতিলতা হতে হবে। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে প্রতিনিয়ত ভূমি বেদখল, নির্বিচারে খুন, গুম, নারী ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে ছাত্র যুবক-নারীদের সর্বদা সোচ্চার থাকতে হবে। সকল ধরনের অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। প্রীতিলতা, কল্পনা দত্ত, মাস্টার দা সূর্যসেনদের মতো ইতিহাসের মহান বিপ্লবীদের থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ছাত্র-যুবক-নারীসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

শেষে ২০ সদস্য বিশিষ্ট লক্ষীছড়ি উপজেলা নারী আত্মরক্ষা কমিটি গঠন করা হয়। এতে অন্তরিকা চাকমাকে সভাপতি ও ক্রোইপ্রুমা মারমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা গঠিত আত্মরক্ষা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

নতুন গঠিত নারী আত্মরক্ষা কমিটির সদস্যরা শপথ গ্রহণ করছেন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More