লক্ষীছড়ির হুদুকছড়ি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থান, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ!

0

বাজারে সাধারণ পাহাড়িদের হয়রানির অভিযোগ


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৭ জুলাই ২০২৫

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার হুদুকছড়ি উচ্চ বিদ্যালয়ে বিপুল সংখ্যক সেনা সদস্য অবস্থান নেয়ার কারণে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আজ রবিবার (২৭ জুলাই ২০২৫) সকালে ৭০ থেকে ৮০ জন সেনাসদস্য হুদুকছড়িতে এসে বিদ্যালয়টির ক্লাসরুমগুলো দখল করে নেয়। এর ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে এবং দিনের পাঠদান সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিদ্যালয়ে সেনা সদস্যদের অবস্থানের কারণে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সেনাবাহিনীর এমন অবস্থানকে স্থানীয়রা ‘শিক্ষার অধিকার ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন। তাদের প্রশ্ন—শিক্ষা প্রতিষ্ঠান যদি নিরাপদ না হয়, তাহলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথায়?

অপরদিকে, হুদুকছড়ি বাজারেও সাধারণ জনগণের ওপর সেনাবাহিনী হয়রানিমূলক কার্যক্রম চালায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন গ্রাম থেকে বাজাারে আসা সাধারণ পাহাড়ি জনগণকে নানা জিজ্ঞাসা ও হয়রানি করা হয়েছে।

একজন ভুক্তভোগী গ্রামবাসী এ প্রতিবেদককে জানান, তিনি হাটে এসে শুকরের মাংস ৬ কেজি, চাল ১৫ কেজি এবং কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। তখন এক সেনা কর্মকর্তা তাকে প্রশ্ন করে বলেন, “এত বাজার কার জন্য?”, “পরিবারে সদস্য কয়জন?”, “এতো মাংস-চাল কেন?”।  তখন তিনি ওই সেনা কর্মকর্তাকে বলেন, বর্ষার মৌসুম, ধানের চারা রোপণের জন্য গ্রামের ১৪-১৫ জন লোক এসেছেন, তাদের খাওয়ানোর জন্যই এই বাজার। তবুও সেনা কর্মকর্তা তাকে “সত্য কথা না বললে জেলে পাঠিয়ে দেব” এমন ভয় দেখান বলে জানান তিনি।

এদিকে, সেনাবাহিনীর এমন আচরণে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, সাধারণ জনগণের সাথে এমন আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। আমরা এমন নিপীড়ন, হয়রানি থেকে মুক্তি চাই।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More