লামায় ম্রোদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটির কুদুকছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র দুর্বৃত্ত কর্তৃক রেংয়েন কার্বারি (ম্রো) পাড়ায় হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটির সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন গণসংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন-এর রাঙামাটি জেলা শাখা।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের জেলার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমার সভাপতিত্বে ও পিসিপি’র জেলা দপ্তর সম্পাদক ঝিমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক তনুময় চাকমা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার রেংয়েন ম্রো পাড়া, লাংকম ম্রো পাড়া ও জয়চন্ত্র ত্রিপুরা পাড়াবাসীদের ভোগদখলীয় ৪০০ একর জুমভূমি বেদখলের চেষ্টা চালিয়ে আসছে। তারা ম্রো ও ত্রিপুরাদের উচ্ছেদ করার লক্ষ্যে হামলা, মামলা, জুমভূমি পুড়িয়ে দেওয়া, পানির উৎসে বিষ প্রয়োগ, বাগান কেটে দেওয়াসহ নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গত রবিবার (১ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে রাবার ইন্ডাস্ট্রিজের দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার, নুরু ও মহসিনের নেতৃত্বে রাবার বাগানের শ্রমিক ও ভাড়াটে গুন্ডাসহ দেড়শতাধিক দুর্বৃত্ত রেংয়েন ম্রো পাড়ায় হামলা চালিয়েছে। হামলাকারী দুর্বৃত্তরা চামরুম ম্রো, সিংচ্যং ম্রো, রেংইয়ুঙ ম্রো বাড়ি আগুনি ধরিয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং আরো ৬ টি বাড়ি ভেঙে সম্পুর্ণ তছনছ করে দিয়ে সহায়-সম্পত্তিও লটে নিয়েছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ম্রোদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লূটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত ম্রোদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও তাদের নিরাপত্তা বিধান করা এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন