লামায় রিংরং ম্রোকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে তিন সংগঠনের বিক্ষোভ

0


চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

‘প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিল কর’ শ্লোগানে লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়ের করা মিথ্যা মামলায় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রিংরং ম্রোকে বেআইনি আটকের প্রতিবাদে এবং ম্রো ও ত্রিপুরাদের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তিন সংগঠন চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ সোমবার (২৪ ফেব্রয়ারি ২০২৫) বিকাল ৩:৫০টায় গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ঘুরে এসে আবারো চেরাগী পাহাড় মোড়ে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।  

মিছিল পরবর্তী সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মহানগর শাখার নেতা অংচাহ্লা মার্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের মহানগর শাখার দপ্তর সম্পাদক জেসি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাক প্রমুখ।

সমাবশে বক্তারা বলেন, লামা সরইয়ে রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক স্থানীয় ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি বেদখলের ষড়যন্ত্র চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলা দিয়ে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রিংরং ম্রোকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।  

বক্তারা আরো বলেন, ভূমিদুস্য রাবার ইন্ডাস্টিজের কর্তৃপক্ষ স্বৈরাচার হাসিনার রিজিমে ম্রো ও ত্রিপুরাদের জায়গা দখল করতে নির্বিচারে জুমভূমি-বাঁশঝাড় পুড়িয়ে দিয়ে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে দেয়। এলাকাবাসীদের একের পর এক হামলা, বসত ঘরে অগ্নিসংযোগ, পাড়াবাসীদের পানির উৎস ঝিরিতে বিষ প্রয়োগ করেছিল। মিথ্যা মামলা দিয়ে ভূমি রক্ষা আন্দোলনের নেতা মথি ত্রিপুরা, লাংকম ম্রোদের আটক করে কারাগারে পাঠিয়ে হয়রানি করা হয়েছিল।

ভূমি খেকো লামা ইন্ডাস্ট্রিজের এসব অন্যায়-অবিচার ও অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে ভূক্তভোগী ম্রো, ত্রিপুরা পাড়াবাসীরা এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হয়েছে এবং আন্দোলন এখনও চলমান রয়েছে। কিন্তু ভূমিদস্যুদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যত্থানে হাসিনা সরকারের পতনের পর একটি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হলেও পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে তা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্ন্তবর্তীকালীন সরকারও ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর ভূমিদস্যু রাবার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যবস্থা না নিয়ে উল্টো হাসিনার আমলে দায়ের করা মিথ্যা মামলায় ভুক্তভোগী পাড়াবাসীদের আটক করছে। গত ২২ ফেব্রুয়ারি সাদা পোশাকধারী পুলিশ কর্তৃক অন্যায়ভাবে রিংরং ম্রোকে আটক করে কারান্তরীণ করা হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে রিংরং ম্রোকে নিঃশর্ত মুক্তি এবং ম্রো-ত্রিপুরা পাড়াবাসীদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই সাথে বক্তারা সারাদেশে খুন, ধর্ষণ, ডাকাতির ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More