লোগাঙ গণহত্যা দিবসে দীঘিনালায় স্মরণসভা

দীঘিনালা প্রতিনিধি ।। “পার্বত্য চট্টগ্রামে লোগাঙসহ সকল গণহত্যার শ্বেতপত্র প্রকাশ করতে হবে, পানছড়ি লোগাঙে বিডিআর-সেটলার কর্তৃক সংঘটিত গণহত্যায় জড়িতদের বিচার কর, শাস্তি দাও” এই শ্লোগানে লোগাঙ গণহত্যার ৩ দশক স্মরণে দীঘিনালায় স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ এপ্রিল ২০২২, রবিবার দুপুর ২টায় লোগাঙ গণহত্যার ৩০ বছর উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জ্ঞান প্রসাদ চাকমার সভাপতিত্বে গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাংগঠনিক সম্পাদক গৌতম চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সদস্য সুকিরণ চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য নিকেল চাকমা, পিসিপি’র দীঘিনালা উপজেলা সভাপতি অনন্ত চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা সহ-সভাপতি অমিতা চাকমা।
সভার শুরুতে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, লোগাঙ গণহত্যার দিনটি পার্বত্য চট্টগ্রামে ইতিহাসের একটি বিভীষিকাময় দিন। ১৯৯২ সালের এই দিনে রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ মদদে সেটলার বাঙালিরা লোগাঙে পাহাড়িদের গুচ্ছগ্রামে বর্বর হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এতে কয়েকশত পাহাড়িকে হত্যা করা হয়। এই ঘটনায় শিশু-নারী-বৃদ্ধ কেউই রক্ষা পায়নি। পাহাড়িদের ৭শত অধিক ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে ছাই করে দেয়া হয়। দীর্ঘ ৩০ বছরেও এই রাষ্ট্র মানবতাবিরোধী এই বর্বর গণহত্যার বিচার করেনি।

তারা আরো বলেন, লোগাঙ গণহত্যা ছাড়া পার্বত্য চট্টগ্রামে কাউখালির কলমপুতি, লংগদু, মাল্ল্যেসহ ডজনের অধিক গণহত্যা ও আরো ২ ডজনের অধিক সাম্প্রদায়িক হামলার ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনার বিচার ও জড়িতদের শাস্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীর মদদে সেটলার বাঙালিরা বার বার পাহাড়িদের ওপর হামলার ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠির দমন-পীড়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধীদের বিচার না হওয়ায় তারা প্রতিনিয়ত আন্দোলনকারী নেতা-কর্মী ও সাধারণ পাহাড়ি জনগণের ওপর অবর্ণনীয় নিপীড়ন-নির্যাতন, বিচার বহির্ভুত হত্যা, গুম, ভূমি বেদখল, নারী নির্যাতন চালিয়ে যাচ্ছে। আগের চেয়েও পার্বত্য চট্টগ্রামের নিপীড়নের মাত্রা বৃদ্ধি করা হয়েছে।
বক্তারা অবিলম্বে লোগাঙ গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত ডজনের অধিক গণহত্যার শ্বেতপত্র প্রকাশ, হত্যাকাণ্ডে মদদদাতা ও জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন