শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনদের স্মরণে কাউখালীতে শিক্ষার্থীদের প্রদীপ প্রজ্বলন

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনদের স্মরণে রাঙামাটির কাউখালীতে প্রদীপ প্রজ্জ্বলন করেছে ‘কাউখালি জুম্ম শিক্ষার্থী পরিবার’।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪ টায় কাউখালি সরকারি ডিগ্রি কলেজের সামনে আয়োজিত এ প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে কাউখালি সদরের স্কুল, কলেজ শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির ব্যানার শ্লোগার ছিল “বীর শহীদদের রক্তস্নানে জেগে ওঠো বীরের বেশে, যুক্ত হও পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে”।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নন্দ চাকমা ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তুজিম চাকমা।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১১ ডিসেম্বর রাতে পানছড়ি উপজেলার পুজগাঙের অনিল পাড়ায় সেনাবাহিনীর মদদে ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ) সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে গুলি করে উক্ত চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
