শহীদ রুইখই মার্মার ১২তম মৃত্যুবার্ষিকীতে রামগড়ে ইউপিডিএফ’র স্মরণসভা

রামগড় প্রতিনিধি ।। “তোমার মৃত্যু থাই পাহাড়ের চেয়ে ভারি, তোমায় জানাই স্যালুট” এই শ্লোগানে রামগড়ে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা শহীদ রুইখই মারমার স্মরণসভা করেছে ইউপিডিএফ রামগড় ইউনিট।
আজ ২ অক্টোবর ২০২১ সকাল ১১টায় স্মরণসভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন ইউপিডিএফের রামগড় উপজেলার সমন্বয়ক মংগ্রী মার্মা ও সংগঠক দবন চাকমা। সভায় দেড় শতাধিক লোক অংশগ্রহন করেন।
স্মরণ সভা শুরুতে শহীদ রুইখই মার্মার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণ সভায় মংগ্রী মার্মা বলেন, রুইখই মার্মা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়েছেন। ২০০৯ সালের আজকের দিনে লক্ষ্মীছড়ির বটতলী গ্রামে সেনাসৃষ্ট সন্ত্রাসীরা তাকে সশস্ত্র হামলা চালিয়ে হত্যা করে। আমরা হারিয়েছি জনগণের অকৃতিম বন্ধু ইউপিডিএফের নিবেদিত প্রাণ নেতা রুইখই মার্মাকে।
তিন আরো বলেন,, রুইখই মার্মাকে যেভাবে সেনাবাহিনী তাদের সৃষ্ট সন্ত্রাসী বোরখা পার্টিকে দিয়ে হত্যা করেছিল বর্তমানেও একই ষড়যন্ত্র চলছে। সেনা মদদে ও তাদের প্রত্যক্ষ সহযোগীতায় নব্য মুখোশ বাহিনীরা সন্ত্রাসীরা ইউপিডিএফ ও তার সহযোগি সংগঠন সমূহের নেতা কর্মী, সাধারণ জনগনকে খুন, অপহরণ, মোটা অংকের মুক্তিপণ আদায়, নির্যাতন করে যাচ্ছে। তাই লক্ষ্মীছড়িতে সে সময় সেনাসৃষ্ট বোরখা পার্টির সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে গণআন্দোলন গড়ে উঠেছিল, বর্তমানে নব্য মুখোশ সন্ত্রাসীদের বিরুদ্ধেও জনগণকে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, খুনীরা কখনো জনগনের বন্ধু হতে পারে না। তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।

ইউপিডিএফ সমন্বয়ক মংগ্রী মারমা বলেন, শাসকচক্র মনে করেছিল রুইখই মারমাকে হত্যা করতে পারলে ইউপিডিএফের আন্দোলন স্তব্ধ করা যাবে। কিন্তু তাদের সেই চিন্তা ভুল প্রমাণিত হয়েছে। শোককে শক্তিতে পরিণত করে ইউপিডিএফের লড়াই আরো জোরদার হয়েছে। ভবিষ্যতে আরো জোরদার হবে।
তিনি শাসকগোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, একটি দলের কোন নেতা-কর্মীকে হত্যা করা গেলেও ন্যায়সঙ্গত আন্দোলন কখনো দমিয়ে রাখা যায় না। একজন লড়াইকারীকে হত্যা করা সহজ কিন্তু তার আদর্শ, চেতনাকে হত্যা করা সম্ভব নয়। তাই রুইখই মার্মাকে হত্যা করা গেলেও ত আজ শত শত রুইখই মার্মা ইউপিডিএফে যুক্ত হয়ে জনগণের জন্য আন্দোলন করে যাচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন