ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পিসিপি ও যুব ফোরামের বিক্ষোভ
পিসিপি নেতা জিকো চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-তথ্য ও প্রচার সম্পাদক ত্রিরত্ন চাকমা, সভাপতি সুনয়ন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম নেতা শুভ চাক।
বক্তারা বলেন, মন্টি-দয়াসোনা‘র অপহরণের অন্যতম মূলহোতা ও মদদদাতা শক্তিমান চাকমা এবং চিহ্নিত অপহরণকারী তপন জ্যোতি চাকমা বর্মা হত্যাকান্ড পার্বত্য চট্টগ্রামে কোন নতুন ঘটনা নয়। অনাদী রঞ্জন চাকমা, অনল বিকাশ চাকমা প্লুটো ও ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাসহ অনেক ইউপিডিএফ নেতাকর্মীকে নির্মমভাবে খুন এবং এইচডব্লিউএফ নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমার অপহরণ মামলায় অভিযুক্ত আসামী তারা। তারপরও এজাহারভূক্ত আসামী শক্তিমান ও বর্মাদের গ্রেফতারে প্রশাসনের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। কিন্তু অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামী শক্তিমান চাকমা ও বর্মা অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার পর সরকার ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা লক্ষনীয় তৎপর হয়ে ওঠে। এবং সম্পূর্ণ প্রসাশনের উদ্যোগে ইউপিডিএফ-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখসহ পরিকল্পিতভাবে প্রায় ১১৮ জন নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়।
মৃত্যুর আগ পর্যন্ত শক্তিমান ও বর্মারা শাসকগোষ্ঠীর ছত্রছায়ায় ছিলেন উল্লেখ করে বক্তারা বলেন, শাসকগোষ্ঠী নিজেদের প্রয়োজন শেষে শক্তিমান ও বর্মাকে ব্যবহৃত টিস্যু পেপারের ন্যায় ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপর পরিকল্পিতভাবে ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি প্রসিত বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমাসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জুম্ম জনগণের ন্যায্য আন্দোলনকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। সরকারের এ জনবিরোধী ও চক্রান্তমূলক তৎপরটাকে জনগণ বরদাস্ত করবে না।________
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
