সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দীঘিনালায় গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ
দীঘিনালা: ‘সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইন মানি না, মানব না’ এই শ্লোগানকে সামনে রেখে, বাঙালি জাতীয়তা নয়, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলা শাখার সাধারন সম্পাদক সজীব চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা শাখার সভাপতি জহেল চাকমা।
বক্তারা বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকারের চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তা পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু ভিন্ন ভাষাভাষি জাতিসত্তাসমূহ মেনে নেয়নি এবং কখনো মেনে নেবে না।
তারা অবিলম্বে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে পাহাড় এবং সমতলের সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।