সরকারের পদত্যাগ দাবিতে লক্ষীছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ সমাবেশ

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৪ আগস্ট ২০২৪
“পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধান” এই ব্যানার শ্লোগানে অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে ইউপিডিএফের উদ্যাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৪ আগস্ট ২০২৪) দুপুর ১:০০টার সময় অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ সংগঠক সরল চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আপ্রুশি মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি জয় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক এলি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম লক্ষীছড়ি উপজেলা সভাপতি সজীব চাকমা। সমাবেশের আগে একটি মিছিল করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘসময় ধরে বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সাধারণ জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে আসছে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরকার রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দিয়ে ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। ইতোমধ্যে আন্দোলনে অংশগ্রহণকারী আড়াই শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। কিন্তু এরপরও ছাত্র-জনতার আন্দোলন দমন করা যায়নি, বরং এ আন্দোলন এখন বৃহৎ গণআন্দোলনে পরিণত হয়েছে। সর্বাগ্রে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবি জোরদার হচ্ছে।

বক্তারা আরো বলেন, দীর্ঘ যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে নিপীড়ন-নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছে। আজকে এই নিপীড়ন সারাদেশে ছড়িয়ে পড়েছে। কাজেই রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে পাহাড় ও সমতলের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।
সমাবেশ থেকে অবিলম্বে দেশে চলমান হত্যাকাণ্ডের দায় নিয়ে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে অন্যায় ধরপাকড় বন্ধ করা এবং ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা, পিসিপি নেতা কুনেন্টু চাকমাসহ আটক ছাত্র-জনতাকে মুক্তির দাবি জানান।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।